অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন অধিক ক্ষারীয় বা ক্ষারধর্মী বা ক্ষারকীয় কেন? বেশি কোনটি methylamine ammonia amene

Recent in Technology

অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন বেশি ক্ষারধর্মী?

অ্যামোনিয়া ও মিথাইল অ্যামিন উভয়ই ক্ষারধর্মী। কারন,মিথাইল অ্যামিন ও অ্যামোনিয়া উভয়ের N - পরমাণুতে একজোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে ফলে উভয়ই একজোড়া ইলেকট্রন দান করতে পারে বা H⁺ (প্রোটন)-এর সাথে যুক্ত হতে পারে। এজন্য উভয়ই ক্ষারধর্মী।
অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন অধিক ক্ষারীয় কেন বেশি কোনটি ব্যাখ্যা কর


কিন্তু মিথাইল অ্যামিনের N(নাইট্রোজেন) - পরমাণুর সাথে ইলেকট্রন দানকারী মিথাইল মূলক (- CH₃) যুক্ত থাকায় মিথাইল অ্যামিনের N -পরমাণুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি পায় ফলে প্রোটন (H⁺)-কে সহজেই আকৃষ্ট করতে পারে অপরদিকে, NH₃(অ্যামোনিয়া) -তে এরূপ কোন ইলেকট্রন দানকারী গ্রুপ না থাকায় মিথাইল অ্যামিন অপেক্ষা কম ক্ষারীয় হয়।
সুতরাং, উপরের আলোচনা হতে বলা যায়, অ্যামোনিয়া অপেক্ষা মিথাইল অ্যামিন অধিক ক্ষারীয় অথবা মিথাইল অ্যামিন অপেক্ষা অ্যামোনিয়া কম ক্ষারীয় বা ক্ষারধর্মী।

How to make money

Post a Comment

0 Comments

Ad Code