Recent in Technology

ফিনাইল অ্যামিন এর সংকেত কি? C6H5NH2 phenylamine C6H7N অ্যানিলিন aniline

ফিনাইল অ্যামিন এর সংকেত কি?

ফিনাইল অ্যামিন ও অ্যানিলিন একটাই যৌগ। সুতরাং এর সংকেত হলোঃ  C₆H₅NH₂ ( C6H5NH2 ) . এবং ফিনাইল অ্যামিনের গাঠনিক সংকেতঃ 

ফিনাইল অ্যামিন এর সংকেত কি? অ্যানিলিনের গাঠনিক চিত্র ছবি C6H7N  C6H5NH2 phenylamine image IUPAC পদ্ধতিগত নামঃ বেনজানামিন অ্যামিনোবেনজিন অ্যানিলিন বেনজামিন Aniline
চিত্রঃ ফিনাইল অ্যামিনের সংকেত

অ্যানিলিনকে কেন ফিনাইল অ্যামিন বলা হয়

বেনজিনের আরো একটি নাম হল ফিন(Phene)। ফিন থেকে ফিনাইল শব্দটি এসেছে। বেনজিন অনু থেকে একটি হাইড্রোজেন পরমাণু অপসারণ করলে এক যোজ্যতাবিশিষ্ট যে মূলক পাওয়া যায় তাকে ফিনাইল মূলক বলে।
C₆H₅-H (বেনজিন) → -C₆H₅ (ফিনাইল মূলক) + H
ফিনাইল মূলক ফিনাইল অ্যামিন এর সংকেত কি? C6H7N phenylamine
ফিনাইল মূলকের এর সাথে অ্যামিন (-NH₂) যুক্ত হয়ে ফিনাইল অ্যামিন গঠিত হয়েছে।
বেনজিন থেকে এর সৃষ্টি তাই বেনজিন দিয়েও এর নাম আছে। নিচে ফিনাইল অ্যামিনের আরও নাম দেওয়া হলোঃ
IUPAC পদ্ধতিগত নামঃ বেনজানামিন ( Benzenamine )
সাধারণ বা প্রচলিত নামঃ অ্যানিলিন ( Aniline )
অন্যান্য নামঃ অ্যামিনোবেনজিন ( Aminobenzene ) ,বেনজামিন ( Benzamine )
যদি ভালো লাগে তাহলে commet করুন এবং share করুন। - ধন্যবাদ!
আরও পড়ুনঃ


Post a Comment

0 Comments

How to make money

Ad Code